করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ৭০ হাজার

 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় বিশ্বে করোনায় মারা গছে ৫২ লাখ ৭০ হাজার ৬৬২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৭৩০ জন। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৩১৩ জন।

 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৮৫৬ জন। মারা গেছেন আট লাখ আট হাজার ৭৬৩ জন।

 

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৩ হাজার ৩২৬ জনের।

 

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৬৭৪ জনের।

সূত্র : নয়া দিগন্ত

Latest articles

Related articles