জৈদুল শেখ, বহরমপুর, এনবিটিভি: পৌর ভোটের আগে বিধায়ক ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলা নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগের তীর উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
গতকাল বহরমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভাগীরথী স্পোর্টিং ক্লাবে রাখা অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন বহরমপুর থানার পুলিশ।
ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ পৌর নির্বাচন এগিয়ে আশায় তান্ডব শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।