আজ দুপুর ৩টের সময় আইসিএসই, আইএসসি-র ফল প্রকাশ

আজ দুপুর ৩টের সময় আইসিএসই, আইএসসি-র ফল প্রকাশিত হবে (ICSE ISC result out) । কাউন্সিলের ওয়েবসাইট পোর্টালে (website portal of council) ফল দেখা যাবে। মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। পড়ুয়ারা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। কাউন্সিলের কেরিয়ার্স পোর্টাল (council careers portal) থেকে ফল সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। কাউন্সিল জানিয়েছে কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, পড়ে পরীক্ষায় বসতে পারবে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত করা সময়ে পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি।

আর তা পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর পরীক্ষা বাতিল হওয়ায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা অভিযোগ থাকলে তা ১ অগাস্টের পাঠাতে হবে কাউন্সিলের কাছে। কাউন্সিল স্পষ্ট করে জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।

Latest articles

Related articles