আবারও গোলাগুলি ভাটপাড়ায়

ভোটের ফল বেরোনোর দুমাস হয়ে গেলেও কিছুতেই শান্ত হচ্ছে না ভাটপাড়া। এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মী।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রকাশ্য দিবালোকে ফের শুটআউট ভাটপাড়ায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। মৃত বিজেপি কর্মীর নাম রাজু সাউ। ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনা মোড় এলাকায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর।

এরপর আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং।

ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। অর্জুন সিং অভিযোগ তোলেন ভাটপাড়ায় একটার পর একটা হিংসার ঘটনা ঘটছে কিন্তু তা স্বত্তেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত রয়েছে। সাংসদ অর্জুন সিং অভিযোগ তোলেন পুলিশের পয়সার দরকার, খোলাবাজারে গাঁজা বিক্রি হচ্ছে, লোহা চুরি হচ্ছে, ডাকাতি ছিনতাই হচ্ছে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। তিনি আরও অভিযোগ তোলেন এই এলাকায় দুষ্কৃতীরা বছরের-পর-বছর তাণ্ডব চালাচ্ছে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়।

তবে রাজনৈতিক কারণে এই খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন। কী কারণে এই খুন তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles