সুতি:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’-এর প্রকল্পের মধ্যে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প মানুষের মধ্যে সাড়া ফেলেছে ভালোই। এই দুয়ারে সরকার প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত জায়গায় মহিলাদের উপচে পড়া ভিড় নজরে আসছে। আর এই ভিড় সামাল দিতে নাজেহাল অবস্থা পুলিশ প্রশাসনের।
আজ মুর্শিদাবাদের সুতি-১ নম্বর হাড়োয়া হাইস্কুলের দুয়ারে সরকার প্রকল্পে লক্ষী ভান্ডার ফর্ম তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সারজিনা বিবি নামে এক মহিলা। সেই দুয়ারের সরকার ক্যাম্পে গ্রামের প্রধান নিবেদিতা ঘোষেী দেখা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।পুলিশ প্রশাসনের সহযোগিতায় তড়িঘড়ি ওই মহিলাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।