নিজস্ব সংবাদদাতাঃ করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর কাজ হারিয়েছেন অনেকে, ফলে দুঃস্থ থেকে মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়েছে। সংসারে অভাব অনটনে, উনানে ভাতের হাড়ি চড়ালেও চাল দেওয়ার জো নেই। মুসলমান সম্প্রদায়ের পবিত্র রমাজানের রোজা ইতিমধ্যে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কাঁথি শাখার উদ্যোগে দুঃস্থ, অসহায় মানুষের কথা মাথায় রেখে ১১০ টি অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, সংগঠনের ব্লক সভাপতি হবিবুর রহমান বলেন, “এখান পযন্ত আমরা ৪২০ জন পরিবার কে সাহায্য করতে পেরেছি, পরবর্তীতে আরো পরিবারের পাশে দাঁড়ানো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
Popular Categories