এনবিটিভি, বেলডাঙ্গাঃ খোলা শপিং মল, পানসালা সহ সমস্ত বিনোদন ক্ষেত্র কিন্তু প্রায় দুই বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই জায়গায় জায়গায় শুরু হয়েছে আন্দোলন। আন্দোলনকারীদের দাবী সমস্ত করোনা বিধি মেনে চালু করা হোক স্কুল। আর এই রকম পরিস্থিতিতেই অন্য ধারার নজির গড়ল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি এলাকার খাদিজা (রা:) মডেল মিশন স্কুলের সম্পাদক সহ শিক্ষকরা। নিজেদের আয়োজিত ‘দুয়ারে স্কুল’ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রী দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় প্রশ্নপত্র।
গাড়ি করে মাইকে এনাউন্স করে প্রত্যেকের বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় প্রশ্নপত্র আর মাস্ক।
প্রধান শিক্ষক বলেন ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে রাখার জন্য এই প্রচেষ্টা। তার কথায় লকডাউন এর সময়ও ছাত্রছাত্রীদের স্কুলে ক্লাস করানো হত কিন্তু স্থানীয় বিডিও করোনা পরিস্থিতির জন্য বন্ধ করে দেয় সমস্ত ক্লাস। এরপর স্কুলের সম্পাদকের উদ্যোগে চালু করা হয় এই ‘দুয়ারে স্কুল’ প্রকল্প। এরপর প্রধান শিক্ষক ,সরকারের কাছে আবেদন করেন সমস্ত কোভিড বিধি মেনে যেন স্কুলগুলি খুলে দেওয়ার ব্যাবস্থা করা হয়।
ওই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আমাতুন বিশ্বাস জানায় যে, সে ফিরে যেতে চায় পুরনো স্কুলের দিনগুলিতে, সেও স্কুল খোলার অপেক্ষায় রয়েছে।