কেদার কন্ঠে ইতিহাস রচনা আসানসোলের যুবক-যুবতীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210117-WA0005

এনবিটিভি ডেস্ক, আসানসোল: ১২৫০০ফুট উঁচু শৃঙ্গে গিয়ে আসানসোল শিল্পাঞ্চলের বেশ কিছু যুবক-যুবতীরা জাতীয় পতাকা উত্তোলিত করে শিল্পাঞ্চলের মুকুটে নতুন পালক যোগ করল। শিল্পাঞ্চলের ওয়াইল্ড সোল অ্যাডভেঞ্চার গ্রুপের আসানসোল রানীগঞ্জ এবং কুলটির চিনাকুড়ি এলাকার ৯ জন যুবক যুবতী এই এক্সপিডিশনে অংশ নেয়। অমন বর্ণওয়াল, অক্ষয় প্রসাদ, রাহুল কুমার পাশওয়ান, বিষ্ণু প্রসাদ, সোমবতী শর্মা, কাজল প্রসাদ, অলকা বাউরি ও বাহার কুমারী এই পর্বতাভিযানে অংশ নেয়। উত্তরাখন্ডের কেদার কন্ঠ শৃঙ্গে তাঁরা জাতীয় পতাকা উড়িয়েছেন। প্রায় ১৫০ ফুট এই পতাকা উড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছেন পর্বতারোহীরা। ২৯ ডিসেম্বর থেকে এই যাত্রা শুরু হয়। পয়লা জানুয়ারি এই যাত্রা শেষ হয় বলে জানা গেছে। আজ তারা বাড়ি ফিরে এলে পরিবারের লোকেরা তাদের বিজয়ীর সম্মানে ভুষিত করেন। শিল্পাঞ্চলের যুবক যুবতীদের এই কীর্তিতে দিকে দিকে তাদের সুনাম ছড়িয়ে পড়ছে। আগামী দিনে আরও বড় শৃঙ্গ জয় করা তাদের লক্ষ্য বলে যুবক যুবতীরা জানিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর