কোনও দলবাজি করা চলবেনা, কাঁকসায় কর্মীদের বার্তা বিধানের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210920_212653

এনবিটিভি ডেস্ক: “সবাইকে একসাথে দল করতে হবে কোনো গ্রপবাজি করা চলবে না। কোনও দলবাজি করা চলবে না।” কাঁকসায় তৃণমূলের কর্মী সভায় এসে কর্মীদের এমই বার্তা দিয়ে গেলেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়। সোমবার কাঁকসা ব্লক তৃণমূলের উদ্যোগে কাঁকসা বিডিও অফিস সংলগ্ন একটি সভা কক্ষে কাঁকসা ব্লকের তৃণমূলের কর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপিস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, মহিলা নেত্রী মিনতি হাজরা,সহ মহকুমা ও ব্লকের তৃণমূল নেতৃত্ব।
এদিন সভা মঞ্চ থেকে জেলা সভাপতি বলেন তেল মেরে রাজনীতি করি না যেটা বলার হবে সেটা মুখের উপর বলবো।যেটা পারবো না সেটা মুখের উপর বলে দেবো তাতে ভোট দেবে বা না দেবে তাতে আমার কিছু করার নেই। ভোট দিলেও আমি কাজ করবো।আর ভোট না দিলেও আমি কাজ করবো। তবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন দলে থাকতে গেলে দলবাজি করা চলবে না। সবাইকে একসাথে দল করতে হবে কোনো গ্রূপ বাজি করা চলবে না।

কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন জেলায় যে সমস্ত কর্মীদের দল দায়িত্ব দিয়েছে তাদের আজ কাঁকসা ব্লকের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো। পাশাপাশি দলের কর্মীদের উদ্দেশ্যে এক গুচ্ছ বার্তা দিয়েছেন দলের জেলা নেতৃত্ব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর