এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200820-WA0090

এনবিটিভি ডেস্ক:  এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন জল শক্তি মন্ত্রী। এই নিয়ে মোট ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী মারণ ভাইরাস আক্রান্ত হলেন।

টুইট করে ৫২ বছরের গজেন্দ্র সবার কাছে আর্জি জানিয়েছেন যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন করোনা পরীক্ষা করান। তিনি টুইটে লিখেছেন, “কিছু উপসর্গ দেখার পরআমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। আমার পজেটিভ রিপোর্ট এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।” এবং সকলকে স্বাস্থ্যের খেয়াল রাখা ও যত্নবান হওয়ার পরামর্শও দিয়েছেন গজেন্দ্র।

অমিত শাহের মতো তাঁকেও গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মাসেই করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। মেদান্ত হাসপাতাল থেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অমিত শাহ। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়ক, কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধরি, অর্জুন রাম মেঘওয়াল, ধর্মেন্দ্র প্রধান ও স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর