Monday, April 21, 2025
34 C
Kolkata

এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে ডাক পরিষেবা, জানালেন আসানসোল ডিভিশনের এসএসপি

উজ্জ্বল দাস, আসানসোলঃ মেলার মাধ্যমে গ্রামে গ্রামে দুয়ারে পৌঁছাবে ডাক পরিষেবা। মঙ্গলবার এই কথা জানান ডাক বিভাগের আসানসোল ডিভিশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোষ্ট অফিসেস বা এসএসপি শেখ ফারাজ হায়দার নবী।

বলতে গেলে, আসানসোল ডিভিশনের ডাক বিভাগে এক দশকেরও বেশি সময় পর এসএসপি হিসেবে এলেন কোনও আইপিএস অফিসার। ২০০৯ সালে, সুপ্রিয় ঘোষ মাত্র এক মাসের আসানসোল ডিভিশনের এসএসপি হিসাবে ছিলেন।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে নতুন এসএসপি হিসাবে সদ্য দায়িত্ব নেওয়া শেখ ফারাজ হায়দার নবী বলেন, ডাক বিভাগের বিভিন্ন সেবা মানুষের কাছে সহজে পৌঁছাতে আগামী ১৫ ডিসেম্বর বার্ণপুরের ‘ভারতী ভবনে’ এক মেলার আয়োজন করা হচ্ছে। যেখানে যে কোনও ব্যক্তির পোস্টাল বিভাগের বিভিন্ন পরিষেবা, যেমন আধার কার্ড, ডাক বীমা, সুকন্যা সমৃদ্ধি, সঞ্চয় অ্যাকাউন্ট, ডিপোজিট স্কিমের মতো সবকিছু করতে পারবেন ও বিভিন্ন সুবিধা পাবেন। এভাবে আসানসোল ডিভিশনের ডাক বিভাগ ডিভিশনের বিভিন্ন ব্লক ও গ্রামে “ডাক মেলা” -র আয়োজন করবে।

এএসপি বলেন, আমাদের উদ্দেশ্য দুয়ারে বা ডোর স্টেপে ডাক বিভাগের সব সুবিধা পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, “এক মাসও এখনো হয়নি, আমি আসানসোল ডিভিশনের এসএসপির দায়িত্ব নিয়েছি। এই ডিভিশনে তিনটি হেড পোস্ট অফিস, ৯৮ টি সাব ও ১০৯ টি শাখা, পোষ্ট অফিস রয়েছে। এই সময়ের মধ্যে আমি বুঝতে পেরেছি বেশকিছু সমস্যা রয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমাকে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ‘আধার’ সংক্রান্ত ‘ পরিকাঠামোর অভাব’ রয়েছে। সেই অভাব মেটানোর চেষ্টা করা হচ্ছে। ডিভিশনের সব পোস্ট অফিস যাতে একদম সময়ে খোলে ও নিয়মিত এবং সময়মতো জনগণকে সুযোগ-সুবিধা দেওয়া যায় তার ওপর জোর দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী মানুষেরা ডাক পরিষেবা পেতে এসে কোন সমস্যায় না পড়েন তারজন্য বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পোস্ট অফিসে দালাল ও এজেন্ট রাজ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়া হবে।”

Hot this week

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

চিনের সঙ্গে রেকর্ড বাণিজ্য ঘাটতি—ভারতীয় বাজারে বিপদ আমদানি বৃদ্ধির ঢেউ!

চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দিন দিন বেড়েই চলেছে।...

মুর্শিদাবাদে হিংসার আগুনে জনরোষ: “লক্ষ্মীর ভাণ্ডার নয়, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ”” জানালেন স্থানীয় মহিলারা

মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ ধুলিয়ান, বেতবোনা...

Topics

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব, আতঙ্কে দিন শুরু নাগরিকদের

পৃথিবীর ভূত্বকের পরিবর্তনশীল প্রকৃতি কখন যে কোন অঞ্চলে প্রাকৃতিক...

আদালতের নির্দেশে ভাঙল নির্মাণ, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

নির্মাণ সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে মধ্যমগ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙল...

Related Articles

Popular Categories