করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আটক তিন 

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

100711659

এনভিটিভি, ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আটক তিন। জানা গেছে, সিবিআই দফায় দফায় স্টেশনে ও রিলে রুম–সহ একাধিক বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। গোপন সাক্ষ‌্য নিতে সোমবার তিন কর্মচারীকে আটক করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তিনজনের মধ্যে একজন স্টেশনের কর্তব‌্যরত মাস্টার, একজন টেকনিক্যাল ও একজন নন টেকনিক্যাল কর্মী। তদন্তের নিরিখে একাধিক রেলকর্মীর মোবাইল ফোন আগেই বাজেয়াপ্ত করেছিল সিবিআই। তাঁদের কল রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। ঘটনার দিনের হোয়াটসঅ্যাপ মেসেজ, ইন্টারনেট সার্চ হিস্ট্রিও খতিয়ে দেখছে সিবিআই।  গত ২ জুন ওড়িশায় বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। মারা যান ২৮৮ জন। আহত হাজারের বেশি। এরপরই ঘটনার তদন্ত শুরু করে রেলসুরক্ষা কমিশন। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। অবশেষে তিন জনকে আটক করেছে সিবিআই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর