বিশ্বজিৎ কর্মকার, বহরমপুর: মুর্শিদাবাদের রাণীনগরে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। রাণীনগর থানার আড়লপাড়া গ্রামের ঘটনা।মৃতদের নাম যথাক্রমে ফারুক ইয়াসিন (৮),শাকিল শেখ (৭) ও বাদশা শেখ (৯)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১০টা নাগাদ শাপলা ফুল তুলতে বেরোয় ওই তিন শিশু। তবে অনেক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজনরা। অবশেষে বেলা পৌনে বারোটা নাগাদ গ্রামের শেষে একটি বিলে খুঁজতে গিয়ে বাচ্চাদের চটি ও কিছু ফুল পড়ে থাকতে দেখা যায়। তা দেখে সন্দেহ বশত জলে নামলে ওই মৃত দেহ গুলি উদ্ধার হয়। তড়িঘড়ি তাদের দেহ গুলি স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত ফারুক ও শাকিল একই পরিবারের। তারা কাকতো ভাই বলে জানা গিয়েছে।