মালদা : ছাদে আটকে রাখা জল ফেলা নিয়ে প্রতিবাদ করায় মারধরে জখম হলেন একই পরিবারের চার জন। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার খাসখোলের মাঝিপাড়ায়। আক্রান্তরা হলেন কানাই সরকার (৫০), অর্চনা সরকার (৪৫), প্রশান্ত সরকার (২৫) ও দিবাকর সরকার(২৩)।
জানা গেছে, তাঁদের পাশেই বাড়ি মারধরে অভিযুক্ত সুভাষ মাঝি, রোহিত মাঝিদের। কানাইদের অভিযোগ, ইচ্ছে করে ছাদে বৃষ্টির জল ধরে রাখে তারা। তারপর বৃষ্টি শেষ হলে ওই জল ছাড়ে। এবং এমনভাবে ছাড়ে যাতে সেই জল কানাইদের বাড়ির ওপর দিয়ে যায়। বৃহস্পতিবার রাতে একইভাবে বৃষ্টির জল ছাদে আটকে রেখে অনেক পরে ছাড়ে ওই পরিবার। এই নিয়ে কানাইরা বৃহস্পতিবার রাতে প্রতিবাদ করলে সুভাষরা ৫-৬ জন মিলে চড়াও হয় তাঁদের ওপর। বেধড়ক মারধর করা হয়।