আজ আইসিএসই দশম শ্রেণি ও আইএসসির দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ

এনবিটিভি ডেক্স: আইসিএসই দশম শ্রেণি এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির চলতি বছরের ফল বেরোচ্ছে আজ শুক্রবার। বেলা ৩টে থেকে  পরীক্ষার্থীরা কাউন্সিলের ওয়েবসাইট www.cisce.org অথবা www.results.cisce.org-এ লগ ইন করে নিজেদের ফল দেখতে পাবে। পরীক্ষার্থীরা এসএমএস করেও তাদের ফল জানতে পারবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। সে ক্ষেত্রে আইসিএসই পরীক্ষার্থীদের টেক্সট মেসেজ বক্সে আইসিএসই লিখে স্পেস দিয়ে তাদের সাত অঙ্কের ইউনিক আইডি লিখে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে এসএমএস করতে হবে। আইএসসি-র ক্ষেত্রে  টেক্সট মেসেজ বক্সে আইএসসি লিখে স্পেস দিয়ে সাত অঙ্কের ইউনিক আইডি লিখে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে এসএমএস করতে হবে।

Latest articles

Related articles