আবারো আকাশছোঁয়া করোনা সংক্রমনের জেরে লকডাউন এর ভাবনা কেন্দ্রসরকারের, সিদ্ধান্ত বুধবার বৈঠকে

নিউজ ডেস্ক : বিশ্ব ব্যাপী মারন করোনাভাইরাস এর সংক্রমণ এবং মারনক্ষমতা বিশ্বজুড়ে কিছুটা স্তিমিত হলেও রোধ করা যাচ্ছে না ভারতে। বিশ্বব্যাপী কোভিড কথাটা বেশ কিছুদিনের জন্য যেনো স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই যেন তার পুনর্জাগরণ ঘটছে! হচ্ছে আকাশ ছোঁয়া সংক্রমণ। নতুন করে রেকর্ড সংক্রমনের জেরে আবার লকডাউন এর সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র সরকার এবং সিদ্ধান্ত নিতে ১৭ ই মার্চ অর্থাৎ আগামী বুধবার বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী।

নতুন করে রেকর্ড সংক্রমনের জেরে লকডাউন এর সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে প্রধানমন্ত্রী। মারন করোনা ভাইরাসের মারন ক্ষমতা কিছুদিনের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললেও পুরোপুরি ফিরিয়ে দিতে পারেনি পূর্বাবস্থায়। মরণ করোনাভাইরাস এর আক্রমনাত্মক ক্ষমতা আজও বিস্তার ঘটিয়ে চলেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে! সংক্রমণ হচ্ছে,বাড়ছে মৃত্যুর আশঙ্কা। এবং এর জেরে লকদাউনের সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, শনিবার দেখা গিয়েছিল দেশসুদ্ধ সংক্রমণের হার ২৫০০০কিন্তু সোমবার সকালে তা দেখা গেল ২৬০০০ এর গণ্ডিও ছাড়িয়ে গেছে। শুধু তাই নয় পূর্বের তুলনায় সংক্রমনের থেকেও সুস্থতার হার অনেকটাই কমে গেছে ভারতে। এবং এই সংক্রমণ এর পরিসর মাথায় রেখেই পূর্বের থেকেও কড়া করে লকডাউন এর সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র।

Latest articles

Related articles