গতকাল মানিকচক ব্লক কমিউনিটি হলে সিভিক ভলেন্টিয়ার ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এনডিআরএফ-এর পক্ষ থেকে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির।
মূলত আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণ কিভাবে বাঁচানো যায়, পাশাপাশি সমস্ত রকম বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষ কিভাবে বেঁচে উঠতে পারে এই সমস্ত দিককে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্র-ছাত্রী এবং সিভিক ভলেন্টিয়ারদের ।
এনডিআরএফ এর পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিআরএফ কমান্ডিং অফিসার রাজ কুমার শীল, এনডিআরএফ অফিসার কামলেশ কুমার , মানিকচক ব্লক জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মন্ডল সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।
এদিন বিভিন্ন স্কুলের পড়ুয়া ও মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ সহ নানা রকম পরামর্শ দেওয়া হয়।