মোবাইল গেমে আসক্ত হয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210907-WA0005

মালদা: মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর এক ছাত্র। সোমবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায়।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম রামকৃষ্ণ অধিকারী। বয়স ১৫ । আরাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল সে। পরিবার সূত্রে জানা যায়, স্কুল-কলেজ বন্ধ থাকায় দিনের বেশিরভাগ সময় মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলত রামকৃষ্ণ। মানুষ কে ফাঁসি দেওয়ার পর কতক্ষণ জীবিত থাকে, তারপর কি হয় এই সমস্ত প্রশ্ন করত পরিবারের সদস্যদের। সোমবার দুপুরে পরিবারের সকলে ব্যাংকে গিয়েছিলেন।

অভিযোগ ঠিক সেই সময় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। এর পরই তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে মানসিকতার বিকৃতির ফলে এই মৃত্যু বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর