বিশ্বজিৎ কর্মকার, বহরমপুর: মুর্শিদাবাদের রাণীনগরে অধীর চৌধুরীকে ঘিরে ধুন্ধুমার কান্ড,তৃণমূল কর্মীদের কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান।
মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়া এলাকায় কংগ্রেসের অধীর চোধুরীকে নিয়ে ধুন্ধুমার কান্ড। তাকে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ। তাঁর গাড়ি লক্ষ করে জুতো , ঝাটা নিয়ে আক্রমণ করে বলেও অভিযোগ। এই ঘটনার পরই উত্তপ্ত এলাকায় এদিন প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ ই আগস্ট রানিনগর- ২ এর সভাপতির ওপর বোমা হামলা করা হয়। এবং তাতে অভিযুক্ত দুষ্কৃতীদের বাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা , এমনটাই অভিযোগ ছিল। রানিনগরের গোধনপাড়া গ্রামের সেন্টু শেখ,আসাবুদ্দিন শেখ ও ঝড়ু মন্ডলের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আর তাদের বাড়ি দেখা করতে এদিন শুক্রবার রানিনগর পৌঁছায় অধীর চৌধুরী। আর তা কেন্দ্র করেই শুরু হয় উত্তেজনা। তৃণমূল কর্মী ও নেতারা উপস্থিত হন গোধনপাড়া গ্রামে।
এগারোটা নাগাদ অধীর চৌধুরী ঢুকলে তাঁকে কালো পতাকা দেখান এবং তার গাড়ি ঢুকতে দেওয়া হয়না। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ওই বাড়িগুলিতে যেতে সক্ষম হন তিনি। ঘটনাস্থলে ডোমকলের এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, সি আই -সহ রাণীনগর ও সাগরপাড়া থানার ওসি উপস্থিত ছিলেন।