ভোটের প্রচারে বেরিয়ে কুটুক্তি শান্তিপুর পৌরসভার তৃণমূল প্রার্থীর

সুরজিৎ দাস, নদীয়া: ভোটের প্রচারে বেরিয়ে “বিরোধীদের ভোট চাওয়ার অধিকার নেই, আমরা শাসক দল, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট চাওয়ার অধিকার শুধু আমাদেরই আছে” বলে মন্তব্য করে বসেন শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নির্বাচিত প্রার্থী পুষ্পা দাস।

জানা গিয়েছে, সোমবার ভোটের প্রচারে বেরিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী পুষ্পা দাশ। তার ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় প্রচার করেন। আর প্রচারে বেরিয়ে বলে বসেন,”বিরোধীদের ভোট চাওয়ার অধিকার নেই, আমরা শাসক দল, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট চাওয়ার অধিকার শুধু আমাদেরই আছে”। অনেকে মনে করছেন ,এই মন্তব্য বিজেপি কে উদ্দেশ্য করা হয়েছে। কারন এই অঞ্চলের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি। এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় বিজেপি শিবিরে।এই মন্তব্যের জন্য তীব্র সমালোচনা করেন বিজেপি রা। তৃণমূল প্রার্থীর এই মন্তব্যে ইতিমধ্যে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Latest articles

Related articles