হস্তশিল্পে স্বাবলম্বী হওয়ার দিশা দেখাচ্ছেন ত্রিপুরার উচ্চ শিক্ষিত ধীমান

সুব্রত দে, ত্রিপুরা: রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বারবার বলছেন, কর্মসংস্থান বলতে শুধু সরকারি চাকরি পাওয়াকেই বোঝায় না। কর্মসংস্থান মানে হল, বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে স্বরোজগারী এবং স্বাবলম্বী হওয়া। তাই সেই ভাবে রাজধানী আগরতলা নন্দন নগর হরেকৃষ্ণ পাড়ার 36 বছরের ধীমান দাস একজন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও সরকারি চাকরির পেছনে ঘুরে সময় নষ্ট না করে নিজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আগরতলার নন্দনগর হরেকৃষ্ণ পাড়ার নিজ বাড়িতে উনার নিজ ক্ষমতায় বাঁশ বেত এবং বীজ দিয়ে জুয়েলারি সামগ্রী তৈরি করে তা বাজারজাত করে আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন।

উনি দীর্ঘ পাঁচ বছর ধরে বাঁশ বেত ও চন্দনের বীজ দিয়ে জুয়েলারি সামগ্রী তৈরি করে বিক্রি করে আসছেন। আর বর্তমানে উনার সেই বাঁশ-বেতের জুয়েলারি সামগ্রী গুলি বাজারে খুব চাহিদা রয়েছে। তা দিয়ে যা আয় হচ্ছে সেই আয় দিয়েই উনার দশ বারোজনের পরিবার বেশ ভালো ভাবেই চলছে। তার পাশাপাশি উনি আরেকটি সিস্টেম চালু করেছেন, বায়োমেট্রিক এর সাহায্যে মাছ চাষ। উনার বাড়ির পাশেই বায়োমেট্রিক এর সাহায্যে 5000 কই মাছ চাষ শুরু করেছেন। তাঁর আশা, তার থেকেও ভাল রোজগার পাবেন তিনি। বর্তমানে উনার এই কর্মদক্ষতা মানুষকে আকৃষ্ট করতে শুরু করেছে। উনি বর্তমানে বেকার যুবক যুবতীদের অনুরোধ করেছেন, তারা যেন কেউ সরকারি চাকরির পেছনে ঘুরে অযথা সময় নষ্ট না করে। তারা যেন তাঁর মত বাঁশ বেত দিয়ে মানুষের ব্যবহার সামগ্রী তৈরি করে নিজ ক্ষমতায় স্বাবলম্বী হিসাবে নিজেকে গড়ে তোলেন।

Latest articles

Related articles