নিউজ ডেস্ক : কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা ভারতের বিদেশ মন্ত্রী জয়সংকর কথা বললেও তা ট্রাম্পকে বিরত করেনি সমবোধ সম্পন্ন মোদিকে পুরস্কৃত করা থেকে। ট্রাম্পের তরফ থেকে মোদিকে দেওয়া হলো লিজীয়ন অফ মেরিট। মোদির সঙ্গে এই পুরস্কার আরো দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজে আবে। এই পুরস্কারটি আমেরিকার রাষ্ট্রপতির তরফ থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এবং বৈশ্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য।
মোদির তরফ থেকে হোয়াইট হাউসে এই সম্মান গ্রহণ করেছেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তারাঞ্জিত সিংহ সান্ধু। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মোদিকে এই পুরস্কার দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে আনতে এবং আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে অবদান রাখার জন্য। এছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নতিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে কে প্রদান করা হয়েছে।