সাদ্দাম হোসেন,ভাঙড়,এনবিটিভি: ভাঙ্গা কাঠের সেতু পার হতে গিয়ে রাতের অন্ধকারে খালে পড়ে গেলেন বাইক সহ দুই আরোহী। গতকাল রাত ১০ নাগাদ বাসন্তী হাইওয়ে রোড থেকে চালতে বেরিয়া তেতুলতলা ঘাটে কাঠেরব্রিজ পার হবার সময় খালে উল্টো পড়ে যান বাইক সহ দুইজন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
জীবনের ঝুকি নিয়েই কাঠের সেতু পারাপার করতে হচ্ছে গ্রামের মানুষদের। বারবার প্রশাসনকে জানালেও কোন রকম ভাবে এই ব্রীজের সংস্কার হচ্ছে না বেশ কয়েক বছর। হলে প্রশাসনের উপরে ক্ষোভ বাড়ছে এলাকাবাসির।চালতাবেড়িয়া, চক মরিচা, কয়লাঘাটা,পাখিমারা ও রাজাপুর এতদা অঞ্চলের একমাত্র যাতায়াতের মুল ব্রীজ এটাই। এই ব্রীজ দিয়েই যেতে হয় বাসন্তী হাইওয়ে ও চালতে বেরিয়া মাদ্রাসায়।