এনবিটিভি ডেস্ক: দেশের ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করে নাম প্রকাশ করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হয়েছে ইউজিসি-র তরফে।
তালিকায় দেখা যাচ্ছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম আছে। সংখ্যা ৮। রাজধানী দিল্লিতে রয়েছে সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গ ও পড়শি রাজ্য ওড়িশায় নকল বিশ্ববিদ্যালয়ের হদিশ মিলেছে ২ টি করে। কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ১টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে বলে তালিকা প্রকাশ করেছে ইজিসি।