জামুড়িয়া সুপার স্প্ল্যাটার কারখানার পক্ষ থেকে কর্মীদের টিকাকরণ

এনবিটিভি ডেস্ক:জামুড়িয়া সুপার স্প্ল্যাটার কারখানার পক্ষ থেকে সমস্ত কর্মী এবং তাঁদের পরিবারকে টিকা দ্বিতীয় ডোজ দেওয়া ব্যবস্থা করা হল। ভিপী দিলীপ আগরওয়াল বলেছেন যে সমস্ত কর্মী নিরাপদে থাকুক এবং তাদের পরিবারও নিরাপদ থাকুক, তাই করোনার টিকা দেওয়ার কাজটি করা হচ্ছে।

দিলীপ আগরওয়াল বলেছেন যে, প্রায় ২০০০ কর্মীকে করোনার টিকা দেওয়া হবে। কলকাতার অ্যাপোলোর সহযোগিতায় এদিন এই ভ্যাকসিন দেওয়া হয়।

Latest articles

Related articles