কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে রাস্তা অবরোধ মুর্শিদাবাদের সাগরপাড়া

১১ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো মুর্শিদাবাদের সাগরপাড়া গ্রাম।

জানা যায়, ওই কিশোরী গত বুধবার সকালে এলাকারই একটি মুদিখানার দোকানে বাজার করতে যায়। দোকান ফাঁকা থাকার সুযোগে উক্ত দোকানের মালিক সুখেন সাহা কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালায়।

ওই ঘটনার পরে কোনোভাবে কিশোরী পালিয়ে বাড়ি চলে এসে সব ঘটনার কথা জানালে ,পরিবারের সদস্যরা স্থানীয় সাগর পাড়া থানায় অভিযোগ জানান। তবে তাতে তেমন সাড়া না পেয়ে গ্রামবাসীরা আজ সকালে জলঙ্গী – শেখপাড়া রাজ্য সড়কের সাহেব নগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

পরবর্তীতে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ও সেই পথ অবরোধ উচ্ছেদ করেন বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্তের ভরসা দিয়েছেন।

Latest articles

Related articles