বেঙ্গালুরুতে হিংসায় জড়িত থাকা ৪০জনকে গ্রেফতার করল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200823-WA0035

এনবিটিভি ডেস্ক , মোজাফ্ফার আহমেদ:
গত ১১ই আগস্ট সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়ায় বেঙ্গালুরুর কে জি হাল্লি এলাকায়। এখানে ৬০জন পুলিশকর্মীসহ অনেকে আহত হয়, মৃত্যু হয় ৩ জনের, প্রায় ৩৮০জনকে গ্রেফতার করা হয়।

ঘটনায় ধৃতদের মধ্যে অন্তত ৪০ জনের সন্ত্রাস যোগ রয়েছে বলে জানা গেছে, যারা ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া’ ( এসডিপিআই ) বা ‘ আল হিন্দ ‘ -র সঙ্গে জড়িত। ধৃতদের সঙ্গে এমন অনেক ব্যক্তির যোগ পাওয়া গেছে যারা অতীতে চার্চ স্ট্রিট হামলা বা মলেশ্বরম বোমা বিস্ফোরণের মতো ঘটনার সঙ্গে যুক্ত ছিল। মুদাসির নামে এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ যে বেঙ্গালুরু সংঘর্ষের দিন রাতে লোকজনকে থানায় জড়ো হতে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়। সন্ত্রাসবাদী দল এসডিপিআই-র মূলভূমি কে জি হাল্লি হওয়ার দরুন গত ১১ আগস্ট রাতে এই স্থানেই মূল হিংসার কেন্দ্রস্থল হয়ে ওঠে।

এক পুলিশ কর্তার মুখে জানা যায়- মূলত বেঙ্গালুরু, মহীশুর ও বেঙ্গালুরুতে সক্রিয় এসডিপিআই , যাদেরকে কর্ণাটকে বিগত কংগ্রেস সরকারের আমলে নিষিদ্ধ করার চেষ্টা হয়, যদিও তা ব্যর্থ হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর