দশকের সেরা উইজডেন ওয়ানডে ক্রিকেটারের খেতাব পেলেন বিরাট কোহলি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

a3fb5def518705c9cc739299234c2779

বিরাট কোহলির (Virat Kohli) সাফল্যের মুকুটে ফের আরেক পালক জুড়ল। উইজডেন অ্যালমানাকের বিচারে শেষ দশকের (২০১০-২০১৯) সেরা ওয়ানডে ক্রিকেটার হলেন ভারত অধিনায়ক। বিরাট একা নন, উইজডনের এই পুরস্কারের মঞ্চেও দেখা গেল ভারতীয়দের দাপট। সম্মানিত হলেন কপিল দেব (Kapil Dev), শচীন তেণ্ডুলকরদের মতো কিংবদন্তিরাও।

ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া ছাড়াও গত দশকে ওয়ানডে ফরম্যাটে একের পর এক অতিমানবীয় ইনিংস উপহার দিয়েছেন কোহলি। দশ বছরে ওয়ান ডে’তে এগারো হাজারেরও বেশি রান করেছেন কোহলি। যাঁর ব্যাটিং গড় ওয়ান ডে’তে ৬০-এর থেকেও বেশি। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরাদের তালিকায় নিজের নাম লিখিয়ে ৪২টা সেঞ্চুরিও করেছেন কোহলি। ধারাবাহিক ভাবে সাফল্য পাওয়ার জন্যই তাঁকে শেষ দশকের সেরা ওয়ানডে ক্রিকেটার হিসাবে বাছল উইজডেন (Wisden)।

চলতি বছরে আবার ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট ওয়ান ডে’র পঞ্চাশ বছর পূর্তি হতে চলেছে। এমন মাইলস্টোন বছরে ওয়ান ডে’র ইতিহাসে সেরা নামেদের সম্মান জানাল উইজডেন। ওয়ানডে শুরু হওয়ার পর প্রতিটা দশক থেকে একটা করে সেরা ক্রিকেটার বাছল উইজডেন। যে তালিকায় বিরাট ছাড়াও থাকলেও ভারতীয় ক্রিকেট মহাকাশের আরও দুই নক্ষত্র। তাঁরা কপিল দেব ও শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkor)। আটের দশকের সেরা ওয়ানডে ক্রিকেটারের সম্মান পেলেন কপিল দেব। আবার নয়ের দশকের সেরা ওয়ানডে ক্রিকেটারের তকমা বসল মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের নামের পাশে।

এদিকে টানা দ্বিতীয়বার উইজডনের ‘লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ারে’র পুরস্কার পেলেন বেন স্টোকস (Ben Stokes)। গত বছরও স্টোকসই এই খেতাব জিতেছিলেন। তার আগে শেষ ইংরেজ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জেতেন ফ্লিনটফ। স্টোকসের আগে পরপর তিনবার এই পুরস্কার পেয়েছিলেন বিরাট নিজে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর