২৪ সালের মধ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্রস্তাবিত রাম মন্দির, দেখুন রামমন্দির নকশার মডেল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200804-WA0020

এনবিটিভি ডেস্ক: কর্তৃপক্ষের দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নকশা তৈরির কাজও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই ১৯৯০ সাল থেকেই। তবে, মন্দিরের কাজ ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেক্টের দৃষ্টিভঙ্গি থেকে যে বেশ চ্যালেঞ্জিং তা বলাই যায়।

মন্দির তৈরি করতে ১ লক্ষ কিউবিক মিটার গোলাপি পাথর আনা হয়েছে৷ আরও ২ লক্ষ কিউবিক মিটার পাথর আনা হবে৷

মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার ওপর। তাঁদের পারিবারিক সংস্থা মন্দিরের নকশা তৈরি করেছে।

রাজস্থানের গোলাপি পাথর কেটে তৈরি হবে মন্দির। এর জন্য প্রয়োজন এই কাজে দক্ষ কারিগড় যা আজকের দিনে বেশ অপ্রতুল৷ গুজরাত ও রাজস্থানের ২৫০ কারিগরকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁরাই তৈরি করবেন মন্দির৷

৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ করতে চায় রামমন্দির ট্রাস্ট। সময় যে একদমই বেশি নয় তা বলাই বাহুল্য। কিন্তু মন্দিরের মূল ভিত্তির কাজ ও বেশ কিছু নকশার কাজ বহু আগে থেকেই শুরু হয়েছে। তাই সেক্ষেত্রে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

খুবই দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়ার পরিকল্পনা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর