‘আমরা প্রগতিশীল বারুইপুর’ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বারুইপুরে

আজ রবিবার ‘আমরা প্রগতিশীল বারুইপুর’ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হল বারুইপুরের খিরিশতলায়। বিকেল ৩ টে এদিনের এই শীতবস্ত্র অনুষ্ঠান শুরু হয়। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশু বিকাশ একাডেমীর প্রিন্সিপাল মুন্সি আবুল কাসেম, বারুইপুর থানার গুল নাওয়াজ রহমান, আইনজীবী আব্দুল মোমেন হালদার।

এদিন ১২০ টি গরিব ও দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

আমরা প্রগতিশীল বারুইপুর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহজাহান গাজী, মুস্তাকিম মোল্লা, আবিদ মন্ডল, নুরুল মন্ডল ও স্থানীয় যুবকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবু তালহা খান।

Latest articles

Related articles