আজ কেমন থাকবে আবহাওয়া,জেনে নিন

আজও শহর কলকাতায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বজ্রপাত নিয়ে সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Latest articles

Related articles