বুধবার চালু হচ্ছে লোকাল, সাড়ে সাত মাস পরে ছুটবে ট্রেন, অল্প ট্রেনে কীভাবে সামলানো হবে ভিড়? প্রশ্ন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201105-WA0009

এনবিটিভি ডেস্ক: শেষমেষ চালু হতে চলেছে লোকাল ট্রেন। আগামী বুধবার থেকেই ছুটবে লোকাল, তবে ট্রেনের সংখ্যা কমবে। সেজন্য অবশ্য নয়া টাইম টেবিল হবে না, ট্রেন চলবে পুরোনো সময় সারণী ধরেই।

করোনা অতিমারি রুখতে ২২ মার্চ জারি করা হয়ে জনতা কার্ফু। তার পরের দিন থেকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে লকডাউন, যদিও ট্রেনের চাকা গড়ায়নি। স্টাফ স্পেশাল সহ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হলেও, তাতে সাধারনের ওঠার ছাড়পত্র নেই। স্টাফ স্পেশালে উঠতে বাধা দেওয়ায় ধুন্ধুমার হয়ে হাওড়ায়।

তাই সিদ্ধান্ত হয় ট্রেন চালানোর। আপাতত স্থির হয়েছে বুধবার থেকে হাওড়া ও শিয়ালদহ দুই শাখায় মোট ১৮১ জোড়া ট্রেন চলবে। এর মধ্যে ১১৪ জোড়া চলবে শিয়ালদহ ডিভিশনে, হাওড়া ডিভিশনে চলবে ৫০ জোড়া ও বাকি ট্রেন চলবে খড়্গপুর ডিভিশনে। এত অল্প ট্রেনে কীভাবে ভিড় সামাল দেওয়া যাবে, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর