মন্ত্রীসভার বৈঠকে গেলেন না শুভেন্দু,গরহাজির রাজীবও,দলবদল আসন্ন, জল্পনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201111-WA0016

এনবিটিভি: এবার মন্ত্রীসভার বৈঠক এড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী. বৈঠকে যোগ দিলেন না বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও. গরহাজির ছিলেন মন্ত্রী গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ।

করোনা সংক্রমিত হওয়ায় বুধবার মন্ত্রীসভার বৈঠকে যোগ দেননি গৌতম দেব. বাড়িতে বিশ্রাম নিচ্ছেন সদ্য করোনা জয়ী আর এক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ. যদিও কোনও কারণ ছাড়াই বৈঠকে গর হাজির ছিলেন শুভেন্দু এবং রাজীব.
সম্প্রতি নানা কারণে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে শুভেন্দুর. নাম না করে ফিরহাদ হাকিমের করা মন্তব্যে দূরত্ব আরও বেড়েছে. তাই শুভেন্দু বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
রাজীবও বৈঠক এড়িয়ে গিয়েছেন দলের সঙ্গে দূরত্বের কারণে. তাঁর সঙ্গে লক্ষীরতন শুক্লা ও অরূপ রায়ের অম্লমধুর সম্পর্কের কথা হাওড়াবাসীর সুবিদিত. দলের উচ্চ্তর নেতৃত্বের হস্তক্ষেপেও, সম্পর্কের ফাটল মেরামত হয়নি। তাই তিনিও সুকৌশলে বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর. রাজীব এবং শুভেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে. যদিও এঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর