এনবিটিভি: এবার শুভেন্দু অধিকারীর খাস তালুকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করেন। আর সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সুব্রত বক্সী কে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে প্রচারে নামতে নির্দেশ দিলেন।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। স্বয়ং শুভেন্দু অধিকারীর খাস তালুকে মমতা ব্যানার্জি যদি প্রার্থী হয় শুভেন্দু অধিকারী কি পারবে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই দিতে ?