সত্যিই দুয়ারের মুখ্যমন্ত্রী! আদিবাসী গ্রামের হাতা খুন্তিতেও মমতার ছোঁয়া

নিউজ ডেস্ক : কিছুদিন আগে অমিত শাহের ভোজন কৃষকের গৃহে ভোজন করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী চলে গেলেন শান্তিনিকেতনের পাশের এক আদিবাসী গ্রামে। তবে তিনি কাউকে জানিয়ে নয় আচমকাই যান সেখানে। হঠাৎ করে আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রীর পরশ পেয়ে ধন্য হলেন গ্রামবাসীরা।

গ্রামে পৌঁছে তিনি যান একটি চায়ের দোকানে, সেখানে রান্নার হাতা কড়াইয়ে ছোঁয়া লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গ্রামবাসীরা ছোটখাটো কয়েকটা আবদারও করে বসে।

বীরভূম সফর শেষ করে সরাসরি কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল মমতার। সেই অনুযায়ী যাত্রাও শুরু হয়েছিল। কিন্তু, হঠাৎই কনভয়ের রুট বদল করে সটান চলে যান বোলপুরের বল্লভপুর গ্রামে। গ্রামের প্রবেশ পথে দেখা হয় আদিবাসী বধূ মনি মূর্মুরের সাথে। তার সাথে কথোপকথনের সময় বেরিয়ে আসে অন্যরাও, জানায় তাদের পানীয় জলের ও শৌচালয়ের সমস্যার কথা। এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ও দেন মমতা। শুধু আশ্বাসই নয় সঙ্গী অনুব্রত কে রীতিমত আদেশও দিয়ে দেন দ্রুত সমস্যা সমাধানের জন্য।

Latest articles

Related articles