কৃষক বিরোধী আইন ও CAA বিরুদ্ধে মহামিছিল ওয়েলফেয়ার পার্টির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201230-WA0019

এনবিটিভি ডেস্ক, মুর্শিদাবাদ: বর্তমানে সারা দেশের গণমাধ্যম জুড়ে আপাতত সবচেয়ে বড় খবর, “অন্নদাতা”রা নেমেছে রাস্তায়। বড় দূর্ভাগ্যের বিষয় যে, “আচ্ছে দিন”-এর স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার দেশের আর্থিক অবনমনের মধ্যেও CAA থেকে শ্রম আইন সংশোধন সহ জনবিরোধী কৃষি আইনের মতো কালা আইনগুলি লাগু করার ব্যাপারে অনড়, অটল। নির্বাচনসর্বস্ব সুবিধাবাদী রাজনীতি করা পুঁজিপতিদের দালাল এই সরকার লকডাউন পরবর্তী আর্থিক বিপর্যয়ের মধ্যেও সাধারণ দেশবাসীকে “আত্মনির্ভরতা”-র গাল ভরা বুলি শুনিয়ে তাঁদের পুঁজিপতি ব্যবসায়িক বন্ধুদের মুনাফার স্বার্থে দেশের প্রতিটি ক্ষেত্রকে বেসরকারীকরণ করতে উদ্যত।

দেশের এমন সংকটময় অবস্থায় দেশের অন্নদাতাদের ন্যায়সঙ্গত দাবীর পক্ষে সমর্থন জানিয়ে ও কৃষকবিরোধী ষড়যন্ত্রমূলক কৃষি আইন প্রত্যাহারের দাবীতে দেশ জুড়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন সংগঠিত করতে ওয়েলফেয়ার পার্টি বদ্ধপরিকর। সেই উদ্দেশ্যে আজ “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে কৃষকবিরোধী কৃষি আইন ও মানবতাবিরোধী CAA আইনের বিরুদ্ধে সুতির ব্যাঙডুবি মোড় থেকে অরঙ্গাবাদ ডি. এন. কলেজ মোড় অবধি এক মহামিছিলের আয়োজন করা হয়। উক্ত মহামিছিলের নেতৃত্ব দেন পার্টির সর্ব-ভারতীয় সভাপতি ডঃ এস. কিউ.আর.ইলিয়াস, রাজ্য সহ-সভাপতি মাহফুজুর রহমান, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, জেলা সভাপতি হামিদ সেখ, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান সহ রাজ্য ও জেলার বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মিছিল শেষে “একান্ত আপন” লজে পার্টির পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভায় সকল নেতৃত্ববৃন্দ ও কর্মীরা যোগদান করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্টির সর্ব-ভারতীয় সভাপতি ডঃ এস. কিউ. আর. ইলিয়াস বলেন, “দেশের কৃষকদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদকে কেন্দ্রীয় সরকার ফ্যাসিবাদী কায়দায় নানা সময়ে জাতিগত, ধর্ম-সম্প্রদায়গত, ভাষাগত বিভেদ সৃষ্টি করে দূর্বল করতে উদ্যত । কিন্তু, মানবীয় মূল্যবোধের উপর দাঁড়িয়ে এই আন্দোলনকে আমরা কোনও বিচ্ছিন্ন শ্রেণী সংগ্রামের রূপ দিতে পারিনা। বরং, দেশের আপামর জনতার স্বার্থে সারা দেশে এই কালা আইনের বিরুদ্ধে জনমত গঠন করে প্রতিবাদ সংগঠিত করতে চাই। সেই উদ্দেশ্যেই আমি বিভিন্ন রাজ্যে সফর করছি।” আগামী বিধানসভা নির্বাচনে পার্টির অংশগ্রহণের প্রসঙ্গে বলতে গিয়ে পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন,”রাজ্যবাসীর কল্যাণের স্বার্থে এবং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিমন্ডল ও সমৃদ্ধ প্রগতিশীল সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে আগামী বিধানসভা নির্বাচনে আগ্রাসী ফ্যাসিবাদী শক্তি বিজেপির বিরুদ্ধে বাংলায় সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিদের জোটবদ্ধ ভাবে লড়াই করা উচিৎ। আমরা চাই বাংলার বর্তমান শাসকদল এ ব্যাপারে এগিয়ে আসবে এবং সকলকে নিয়ে একটি মহাজোট গঠিত হবে। দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে আগ্রাসী ফ্যাসিবাদী শক্তির উত্থান রোখার সেই নির্বাচনী লড়াইয়ে আমরাও সঙ্গবদ্ধ ভাবে সংগ্রাম করতে চাই।” এদিনের সাংগঠনিক সভায় পার্টির সর্ব-ভারতীয় সভাপতি তথা বিগত লোকসভা নির্বাচনে জঙ্গীপুর লোকসভায় লড়াই করা পার্টির বিশিষ্ট প্রার্থী ডঃ এস. কিউ. আর. ইলিয়াসের উপস্থিতিতে জেলার নেতৃত্বদের সাথে বসে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর