এনবিটিভি ডেস্ক : রাজ্য সরকার বুধবার ফের বাড়ালো করোনা বিধি নিষেধের সময়সীমা , থাকবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত । চলতি বছরের ১৬ মে থেকে বিভিন্ন ভাবে সময় সাপেক্ষে বিধিনিষেধ যারি করে আসছে সরকার। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১৫ই সেপ্টেম্বর ছিলো শেষ দিন ।
সরকারী ভাবে জানান হয় “মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে । প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাড়ির বাইরে যেতে পারবেনা ও গাড়ি অযথা চালাতে পারবেনা ।রাত্রি ১১ টা থেকে সকাল ৫টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ । তবে জরুরি বিভাগের জন্য থাকছে ছাড়।“