পশ্চিম বর্ধমান জেলা করোনার সংক্রমণ আটকাতে রানিগঞ্জের দুটি ওয়ার্ডে শনিবার থেকে লক ডাউনের সিদ্ধান্ত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200716-WA0045

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের রানিগঞ্জে করোনার সংক্রমন কে আটকাতে কড়া পদক্ষেপ নিলো পুর প্রশাসন। রানিগঞ্জের দুটি ওয়ার্ড ৮৮ ও ৮৯ নং এ সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক ডাউন রানিগঞ্জের ঐ দুটি ওয়ার্ডে শনিবার থেকে বলবৎ হবে। এই নিয়ে বৃহস্পতিবার আসানসোলের মেয়র জিতেন্দ্র
তেওয়ারির সভাপতিত্বে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের কমিশনার খুরশিদ আলী কাদরী, দুই মেয়র পারিষদ পূর্ণশশী রায় ও দিব্যেন্দু ভগৎ ,জেলা আরটিও বোর্ডের সদস্য ভি শিবদাসন দাশু , রানীগঞ্জের বিডিও, রানিগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, শনিবার থেকে ওয়ার্ড নম্বর ৮৮ এবং ৮৯ এই দুটি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন বলবৎ হবে।

মানুষের নিত্যপ্রয়োজনীয় এবং দরকারি জিনিসপত্রের কেনাকাটার উপর লকডাউনে ছাড় থাকবে।

শনিবার থেকে লকডাউন এর এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে অবগত করার জন্য ইতিমধ্যেই মাইকিং শুরু হয়ে গেছে রানিগঞ্জ এলাকায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর