থানায় অভিযোগ জানাতে এসে পুলিশের ব্যবহারে বিরক্ত হয়ে পুলিশকে চড় যুবকের

হাসান বাসীর, বহরমপুর: থানায় অভিযোগ জানাতে এসে পুলিশের ব্যবহারে বিরক্ত হয়ে পুলিশকে চড় মারে বলে অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। হরেক নগর সেই যুবক বেলডাঙা থানাতে দরখাস্ত নিয়ে অভিযোগ জানাতে গেলে তাকে কয়েকবার হেনস্থা করা হয় বলে দাবী সেই যুবকের। থানাতে ঢুকতে গেলে একবার জুতো খুলে ঢুকতে বলে, জুতো খুলে ঢুকলে আবার জুতো পরে ঢুকতে বলে। শুধু এটাই নয়, তার দরখাস্ত ইংরেজিতে লেখা ছিল, ASI রঞ্জিত বাগচী এই দরখাস্ত নিয়েও অনেক কথা বলেন, ইংরেজির ভুল ধরে উল্টো পাল্টা বলেন বলে অভিযোগ সেই অফিসারের বিরুদ্ধে। ফলে বিরক্ত হয়ে সেই অফিসারের সাথে বচসা বাধলে একসময় সেই যুবক চড় মেরে বসেন সেই অফিসারকে।

ওই যুবকের বাড়ি বেলডাঙ্গার হরেক নগর দক্ষিণ পাড়ায়।

Latest articles

Related articles