ঝড়ো হাওয়া ও বৃষ্টি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200804-WA0028

এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: হাওয়া অফিস গত কালই জানিয়েছিল ৪ঠা এবং ৫ম আগস্ট গাঙ্গেয় পশ্চিম বঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কথা।তাই আজ সকাল থেকে মন্তেস্বর ব্লকে আবহাওয়া ও আকাশ ঘোর মেঘাচ্ছন্ন করে থাকলেও দুপুর ১২টা থেকে বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া হয় ।এর ফলে মন্তেস্বর ব্লক বাসী একটা স্বস্থির নিশ্বাস ফেলে।এই বৃষ্টি মন্তেস্বর ব্লকে এই সময় খুবই দরকার ছিল। কারন গত দুই থেকে তিন সপ্তাহ মন্তেস্বর ব্লকে সেই রকম কোন বৃষ্টি হয়নি ।এক ধারে মানুষের কাছে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্য ধারে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড রোদ ও গরম হওয়ার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে ছিল ,এবং মাঠে চাষ বন্ধ হয়ে পড়েছিল।চাষের জমি জলের অভাবে রোয়া যাচ্ছিল না, এবং যে জমি রোপণ করা হয়ে ছিল তা জলের অভাবে রোয়া শুকিয়ে যাচ্ছিল ।চাষ করার জন্য ও রোয়া জমি বাঁচাবার জন্য মাঠে সাবমার্সিবেল চালাতে হচ্ছিল।
তাই এই বৃষ্টি হওয়ার ফলে মন্তেস্বর ব্লকের মানুষ প্রচন্ড গরম থেকে রেহাই ও চাষের কাজে জলের জন্য আজকের বৃষ্টির ফলে মানুষ অনেক টা খুশি হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর