ভাঙ্গড় : – ভাঙ্গড়ের দীর্ঘদিন ধরে সিআইডি পরিচয় দিয়ে দক্ষিণ কালিকাতলা এলাকায় এক বাড়িতে চলত মধুচক্রের আসর ,দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের দাবি ভাঙ্গরের এক ব্যক্তির কাছ থেকে সাইন মোস্তজা নামে এক ব্যক্তি বাড়িটি কেনেন। এলাকায় তিনি সি আইডি অফিসার বলে পরিচয় দিতেন। এরপর থেকেই বছরখানেক ধরে ওই ব্যক্তি সেই বাড়িতে একটার পর একটা মেয়ে ও আলাদা আলাদা ছেলেদের সেখানে নিয়ে আসতেন। এলাকার বাসিন্দারা জানতে পেরে বাড়িতে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙ্গড় থানার পুলিশ। এক মহিলার সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।
Popular Categories