এনবিটিভি ডেস্ক: কাজের দাবিতে বুধবার সকাল থেকেই দুর্গাপুরের রাতুলিয়া অঙ্গদপুর এলাকায় একটি বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের ওই বেসরকারি কারখানায় কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়োগ করে কারখানায় কাজ করাচ্ছেন। অথচ এলাকার বেকার যুবকরা কাজ পাচ্ছে না। স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে এদিন সকাল থেকেই বিক্ষোভ দেখান এলাকার তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী ও সদস্যরা। কাজের দাবিতে বুধবার সকাল থেকেই কারখানার গেটের সামনে প্রায় ১০০ জন বিক্ষোভকারী জড়ো হন।
তাঁরা জানিয়েছেন, যতদিন না কারখানা কর্তৃপক্ষ তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন তাঁদের এই আন্দোলন চলবে।