ভাঙড়ে চাষীদের নিয়ে পালিত হল ‘বিশ্ব মৃত্তিকা দিবস’

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211206_204301

ভাঙড়ঃ  ইন্ডিয়ান পটাশ লিমিটেড -এর পক্ষ থেকে ৫ ডিসেম্বর “বিশ্ব মৃত্তিকা দিবস” পালন করা হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় ১ নম্বর ব্লকের পাটকেলপোতা গ্রামের বিশিষ্ট চাষী ভাইদের নিয়ে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ” ইন্ডিয়ান পটাশ লিমিটেড” -এর অধিকর্তা প্রশান্ত দে এবং সেই এলাকার  গণ্যমান্য সার ব্যাবসায়ী মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা ও তারিক আজিজ মোল্লা। উপস্থিত সকল চাষী ভাইদের উদ্দেশ্যে এই সভায় বিভিন্ন বার্তা দেওয়া হয়। যেমন- মাটির সাস্থ্য ভালো রাখার বিভিন্ন পদ্ধতি,মাটির মধ্যে থাকা বিভিন্ন জীব -অণুজীবের নাম এবং তাদের কাজ কি, মাটি পরীক্ষা করার সময় কি ভাবে মাটি সংগ্রহ করা উচিত তার কৌশল। এছাড়াও সভায় বিস্তারিত বিবরণ দেওয়া হয়, যাতে মাটির ক্ষয়ক্ষতি সকলে মিলে রোধ করা যায়। সর্বশেষে সব চাষী ভাইদের হাতে একটি করে গাছ প্রদান করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় । এই ধরনের অনুষ্ঠানে সমস্ত গ্রামবাসী তথা চাষী ভাইরা অত্যন্ত খুশি। তাই সকলের উদ্দেশ্যে আইপিএল -এর কোম্পানির বক্তব্য “Halt soil salinization, Boost soil productivity.”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর