সাউদাম্প্টন: বৃষ্টিতে পুরো দুই দিন খেলা করানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে যখন ড্রয়ের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা, তখন শেষ দিনের পরিকল্পনার কথা জানালেন স্পিডস্টার মহম্মদ শামি। পঞ্চম দিন শেষ সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, “বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই কত রান করে ছাড়া উচিত, তা নিয়ে এখনও কথা হয়নি। সবে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে।” ইংল্যান্ডের পিচ যে কোনো মোড় নিতে পারে বলে জয়ের চেয়ে নিরাপদ খেলার পক্ষেই সওয়াল দিয়েছেন এই বাংলার পেসার। বলেন, ” এখানে যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ওদের ১০ উইকেট নিতে হবে। তার আগে আমাদের নিরাপদ রানও করতে হবে।
উল্লেখ্য, শামির ৪ উইকেটের দাপটেই ২৪৯ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। পঞ্চম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬৪/২।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ফয়সালা করতে চেয়েছিল ক্রিকেটের উচ্চ নিয়ামক সংস্থা। তবে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আজকেই শেষ হচ্ছে ফাইনাল। তবে ম্যাচের ফল কি হবে তা সময় বলবে।