এনবিটিভি ডেস্কঃ জুম্মার দিন হরিয়ানার গুরগাঁওয়ে নামাজের স্থানে হিন্দুত্তবাদী সংগঠনের সদস্যরা মাঠ আটকে বসেছিলেন ভলিবল খেলবে বলে । সেখানে নামাজ পড়তে দেবেনা বলে জানায় তারা আরও বলে এখানে খেলার মাঠ হবে , এখানে বাচ্ছারা খেলবে । জানা গিয়েছে , ১২ – এ সেক্টর এলাকায় এক হিন্দুত্তবাদী সংগঠনের সমর্থক দের দাবি , তারা ওই মাঠে ভলিবল কোর্ট বানাতে চায় সেজন্য তারা সেই স্থানে প্রার্থনা করতে দেবেনা । সূত্রের খবর , সেখানে বসে থাকা সমর্থক দের মধ্যে অন্যতমরা জানিয়েছেন যে আমরা শান্তিপূর্ণ ভাবে বসে ছিলাম কিন্তু প্রার্থনা হতে দেবনা এবং সেখানে খেলার মাঠ তৈরি করবে বলেন ।
এই ধরনের ঘটনা গত এক সপ্তাহ ধরে গুরগাঁওয়ের ওই অঞ্চলের আশেপাশে ঘটে চলেছে । এর আগেও ওই অঞ্চলে নামাজ পড়ার সময় বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে । এই পরিস্থিতিতে মুসলিম সংগঠনের তরফে জানানো হয়েছে যে, তারা ওখানে নামাজ পড়বেনা । তাদের পক্ষ থেকে জানিয়েছেন যে , যতদিন পর্যন্ত হিন্দু ভাইদের সাথে সমস্যা মিটছে ততদিন পর্যন্ত তারা সেখানে প্রার্থনা করবেনা । ডিসি সাহেব তাদের ১ সপ্তাহ সময় দিয়েছে এই সমস্যাকে কেন্দ্র করে ।
গত সপ্তাহে গুরগাঁও প্রশাসনের তরফে এর মধ্যে ৮ টি স্থানের উপর থেকে নামাজের অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয় । সেইসময় জানানো হয় যে , ওই সব জায়গায় নামাজ পড়া নিয়ে আপত্তি ওঠাতেই এই পদক্ষেপ ।