প্রেমে প্রত্যাখ্যান, ফাঁকা ঘরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী যুবক

ক্যানিং : ফাকা ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত যুবকের নাম সত্যজিৎ সরদার (২১)। ঘটনাটি ঘটে, দক্ষিণ 24 পরগনা জেলার ঝড়খালি কোস্টাল থানার সমবায় মোড় এলাকায়।

 

 

পরিবার সূত্রে খবর, ফাঁকা ঘরে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে সত্যজিৎ। এরপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসক দেখার পর তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ। তবে পরিবারের অনুমান, স্থানীয় একটি মেয়ের সাথে প্রেম করতো তাদের বাড়ির ছেলে সত্যজিৎ। সেই প্রেমের কারণে হয়তো আত্মহত্যা করতে পারে।

Latest articles

Related articles