শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত (১৭) নামে কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে । ঘটনাটি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাগ পাড়া এলাকার। সৈকত বাঁকার বাগ পাড়া এলাকার কবির জোয়াদ্দারের ছেলে সে আর,কে,বি,কে কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এলাকাবাসী জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বাঁকার খোকন ঘোষের বাড়িতে রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করছিল । এ সময় তার হাতে থাকা স্টিলের রুলার অসাবধানতায় বিদ্যুৎ লাইনের স্পর্শ করলে তার করুণ মৃত্যু হয় বলে জানা যায়।