শামীম সরকার স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আযহা উদযাপনে আনন্দ করতে গিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাব্বির (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত সাব্বির ময়মনসিংহের হালুয়াঘাট থানার কাইলানিকান্ধা গ্রামের আঃ রহিমের সন্তান। সে সদর উপজেলার বানিয়ারচালা জলপাইতলা এলাকার স্থানীয় রোমানের বাড়িতে বাবা মার সাথে ভাড়ায় থাকতেন।
ঘটনাস্থলে আশপাশের লোকজনের কাছ থেকে জানাযায়, বুধবার সকালে ঈদের নামাজ শেষে মহাসড়কের পাশের দোকান থেকে বাজি কিনে মহাসড়কের পাশেই বাজিতে আগুন ধরিয়ে দৌড়ে
মহাসড়কের উপর চলে গেলে ঢাকাগামী দ্রুততম একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় কাজী হসপিটাল কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে মাওনা হাইওয়ে থানার এস আই আনিস লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায়।