মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার দুপুরে রাজ্যের প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এম.এস.ভি.পি  প্রণজয় সাহা সহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে মেডিকেল কলেজের পরিকাঠামো সহ চিকিৎসাব্যবস্থা যাতে সাধারণ মানুষের কাছে আরও উন্নত ভাবে পৌঁছানো যায় সেই সম্বন্ধে আলোচনা হয়। বৈঠক শেষে মেডিকেল কলেজ চত্বর ঘুরে দেখেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ মেডিকেল কলেজের আধিকারিকরা।

Latest articles

Related articles