পর্দার ভিলেন, বাস্তবের হিরো
এনবিটিভি: অভিনেতা প্রকাশ রাজ করোনাভাইরাস মোকাবিলায় নিজের যাবতীয় সঞ্চয় খরচ করার পরে এবার তিনি ঋণ
নিচ্ছেন সেবা প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য।
লকডাউন ঘোষণার পর থেকেই দিন আনি দিন খাই মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। কাজ করছে তাঁর সংস্থা প্রকাশ রাজ ফাউন্ডেশন। তিনি টুইট করে জানিয়েছেন, তাঁর সামর্থ ক্রমশ কমছে। ইতিমধ্যেই তিনি নিঃস্ব হতে বসেছেন। কিন্তু তাতেও তিনি থামবেন না। দরকার হলে ঋণ নেবেন সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য। তিনি লিখেছেন, “আমি জানি, আমি চাইলে সব সময়ে রোজগার করতে পারব।”